
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার হোমনা-বাঞ্ছারামপুর সড়কের রামকৃষ্ণপুর ওয়াই-ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিশাত (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশাত হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মমিন মিয়ার ছেলে। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফেরার পথে ওয়াই-ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন নিশাত। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তিনি ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন আগেই সে আনন্দ-উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরেছিল। অল্প বয়সে এমন মৃত্যু কারও কাছেই মেনে নেওয়া কঠিন।
হোমনা থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, দুর্ঘটনাটি নিয়ন্ত্রণ হারানোর পর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com