স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদকে আটক করে মারধর করেছেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর মারধরের পর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের কাছে ঘটনার শেষ মুহূর্তের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রও রয়েছে। দুপুর দুইটার দিকে তাকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
উল্লেখ্য, গত সপ্তাহে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েক দফা হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রছাত্রীসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনার কয়েকটি মামলায় একাধিক আসামিকে গ্রেফতার করেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com