আলমগীর কবির।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি ধন্য কুমিল্লায় নানান কর্মসূচি পালিত হচ্ছে।
বিদ্রোহী কবির জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে কুমিল্লা জেলার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে চেতনায় নজরুল স্মৃতি মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা বাসী। পরে একটি বর্নাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারীনেত্রী পাঁপড়ি বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তফাসহ অন্যান্যরা।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা নগরীর চর্থায় শচীন দেব বর্মনের বাড়িতে "অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিদ্রোহী কবিকে নিয়ে কবিতা গান ও আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com