হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাজ্জাদ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হোমনা ওভারব্রিজ-সংলগ্ন হোমনা-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় হোমনা ওভারব্রিজ পার হয়ে সিএনজি পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে গেলে বুকের পাঁজর ভেঙে গুরুতর আহত হয়। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান ও এর চালককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com