
নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ মোট ২৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার, ছোরা ও বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার একাধিক টিম শহরের ধর্মসাগর পাড়, পুলিশ লাইনস গেট, রানীর দিঘীরপাড় ও সরকারি ভিক্টোরিয়া কলেজ গেট এলাকায় একযোগে অভিযান চালায়। এতে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা আটক হয়।
গ্রেফতারকৃতরা হলো— ইফতি (১৮), সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), সাইমন (১৫), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯)।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছিল। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com