
স্টাফ রিপোর্টার।।
জাতীয় পর্যায়ে ৪ বার প্রথম স্থান অর্জনকারী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার ও কুমিল্লা শাখার SEF ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) কুমিল্লা প্রেসক্লাবে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম।
শাহীন শিক্ষা পরিবার কুমিল্লা শাখার পরিচালক হুমায়ুন রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বিশ্বাসসহ অনেকে।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন উপজেলার মোট ২৭ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক বৃত্তি এবং ২২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
এছাড়াও বৃত্তিপ্রাপ্ত সকলক শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান এবং ৪ জন শিক্ষককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের (ইংরেজি) বক্তব্যসহ এক মনোজ্ঞ সংষ্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহীন স্কুল, কুমিল্লা শাখার প্রধান শিক্ষক এম. এ মুকুলসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিবাভকবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com