দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে ইয়াবা ও দেশীয় তৈরী মদসহ খুন, ডাকাতি, ধর্ষন, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিফাত হত্যা মামলাসহ ২১ মামলার আসামি আল-মামুন (৪২) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আটককৃত মাদক কারবারি ও ২১ মামলার আসামি আল-মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
আল-মামুনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী৷
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টায় উপজেলার গৌরিপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেক পোস্ট চলাকালিন সময়ে আল-মামুনের কাছ থেকে ১৮০ পিছ ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ তাকে আটক করা হয়।
গৌরীপুর তদন্ত কেন্দ্রে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হেলাল উদ্দিন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে নতুন আরেকটি মামলা দায়ের করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, সোমবার দিবাগত রাত ৪টায় গৌরীপুর বাস ষ্ট্যান্ড মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালিন সময়ে ১৮০পিছ ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ আল-মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হই৷ আটককৃত ব্যক্তি একজন কুখ্যাত সন্ত্রাসী।
তার বিরুদ্ধে দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ইয়াবা ও দেশীয় তৈরী মদ,খুন, ডাকাতি,ধর্ষন,অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্য বিরোধী আন্দোলনে রিফাত হত্যা মামলাসহ মোট ২১ টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com