জহিরুল হক বাবু।।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয় দৌড়টি। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ প্রতীকী ম্যারাথনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ম্যারাথনের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

ম্যারাথনের রুটে ছিল— স্টেডিয়াম → কান্দিরপাড় ট্রাফিক মোড় → রাজগঞ্জ মোড় → কেন্দ্রীয় ঈদগাহ মোড় → ফৌজদারী মোড় → পুলিশ লাইন মোড় → ঝাউতলা → বাদুরতলা → কান্দিরপাড় → কুমিল্লা জিলা স্কুল → স্টেডিয়াম। অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে দৌড়ে অংশ নেন। শহরের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীরা দাঁড়িয়ে তাদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই প্রতীকী আয়োজন। দৌড়ের মাধ্যমে তরুণদের মাঝে গণতন্ত্র, সচেতনতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে চান তারা।
ম্যারাথনটির আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন। সহযোগিতা করে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস। আয়োজনের সহ-সমন্বয়ক হিসেবে মাঠে কাজ করে জনপ্রিয় রানিং সংগঠন ‘Cumilla Runners’।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন তরুণ প্রজন্মের মাঝে ইতিহাস সচেতনতা গড়ে তুলবে এবং আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com