নিউজ ডেস্ক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় বাসের ধাক্কায় একটি গরুবোঝাই পিকআপ উল্টে আবু তাহের নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। পিকআপ উল্টে ৩টি গরুরও মৃত্যু হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ঢাকাগামী একটি গরুবোঝাই পিকআপকে পেছন থেকে স্টার লাইন বাসটি ধাক্কা দেয়। এতে পিকআপটি সড়কের পাশে উল্টে গেলে ৫ জন আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ দুর্ঘটনায় পড়া গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা স্টার লাইনের বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
নিহতের ভাতিজা রবিউল হুসাইন জানান, চৌদ্দগ্রামের মিশানী বাজার থেকে তার চাচা ও সঙ্গীরা ৩টি গরু কিনে পিকআপে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com