স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করার সময় বাধা দেওয়ায় ডাকাতদের হামলায় ফারজানা আকতার পিংকি (১৮) নামে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থী একই এলাকার আবদুল কাদেরের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে একদল ডাকাত মাইক্রোবাসযোগে নতুন বাজার এলাকার আবদুল কাদেরের বাড়িতে যায়। এসময় বাড়িতে আবদুল কাদেরের স্ত্রী ও তার মেয়ে পিংকি ছিল। পরে ডাকাতদল গোয়ালঘরে থাকা গরু নিয়ে যাওয়ার সময় পিংকি মাইক্রোবাসের সামনে এসে দাঁড়িয়ে গরু নিতে বাধা দিতে এলে ডাকাতদল তাকে গাড়িচাপা দিয়ে চলে যায়। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই নিহত হন পিংকি।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান চলমান রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com