দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে খোকন মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার গৌরীপুর বাজারের গোমতী সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খোকন মিয়া তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের হক হুক্কু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খোকন মিয়া গোমতী সেতুর দক্ষিণ পাড়ে একটা সিএনজি থেকে নেমে দ্রুত ইটের ঘাটে যায়।
কিছুক্ষণ পরই তার মরদেহ পড়ে থাকতে দেখে গৌরীপুর পুলিশ ফাঁড়িকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত খোকন মিয়ার ভাই সাইফুল মিয়া বলেন, ‘ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন খোকন। পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে লাশ শনাক্ত করি। আমার ভাইয়ের কিভাবে মৃত্যু হলো এ মুহূর্তে বলতে পারছি না।’
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি নিহত যুবক খোকন মিয়া একা দ্রুত হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পরে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়, আমরা লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য আগামীকাল বুধবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com