স্টাফ রিপোর্টার।।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এমদাদ উল্লাহ বলেছেন, জীবনবীমা এক প্রকারের সঞ্চয়, যা ভবিষ্যতের জন্য আর্থিক একটি নিরাপত্তা। একটি ছোট বিনিয়োগ আপনার ভবিষ্যতের নিরাপত্তা প্রদান করতে পারে। এজন্য ভবিষ্যতের ঝুঁকি কমানোর একটি অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে জীবনবীমা। জীবনের প্রয়োজনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনবীমা করলে এটি জীবনকে আরও গতিশীলতা এনে দেয়।
শনিবার (১৭ মে) দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের রায়হান এজেন্সিতে ক্যাশ কাউন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জীবনবীমা অপ্রত্যাশিত দুর্ঘটনার জন্য একটি নিরাপত্তার ঢাল স্বরুপ-মন্তব্য করে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এমদাদ উল্লাহ আরও বলেন, আমাদের প্রত্যেকের জীবনই অনিশ্চিত। যেকোন সময় অপ্রত্যাশিত, অভাবনীয় কোন ঘটনা ঘটতে পারে। সেটা ভালো বা খারাপ যেকোনটি হতে পারে। তাই বীমা মূলত ঝুঁকি নিরসনের একটি উপায়, যার মাধ্যমে যে কেউ তার নিজের জান-মাল, সম্পত্তি, ব্যবসা এসবের ঝুঁকি নিরসন করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি ডিরেক্টর মোত্তাকিন মুক্তা, বিশেষ অতিথির বক্তব্য দেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মো. রায়হান। অনুষ্ঠানে গ্রাহক, শুভান্যুধায়ী, সাংবাদিক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com