চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালক হুমায়ন কবির (৪৬) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেছকিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
নিহত হুমায়ন কবির দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ফোরনমিত গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চাল ভর্তি করে চট্টগ্রামের উদ্দেশে রওনা করে একটি ট্রাক। পথে বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক হুমায়ন কবিরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ চালকের লাশ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ট্রাকচালক হুমায়ুন কবিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com