নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল জলিলকে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাওয়ার সময় ১৫/২০ জন অজ্ঞাত যুবক এ হামলা চালায়।
এদিকে আব্দুল জলিলের ওপর দুর্বৃত্তদের হামলার খবরে তার বাবা আব্দুল মতিনের (৮০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ২টার দিকে চেয়ারম্যান আব্দুল জলিল নাঙ্গলকোট উপজেলা পরিষদ থেকে কাজ শেষ করে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় ১৫-২০ দুর্বৃত্ত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কুমিল্লায় পাঠান। ছেলের ওপর এ হামলার খবর শুনে কাঁদতে-কাঁদতে আব্দুল মতিন হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান।
সোমবার বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে আব্দুল মতিনকে উপজেলার কাশিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘বাবা বয়স্ক মানুষ। আমি রবিবার দুপুরে বাড়ি ফেরার পথে ১৫-২০ জন সন্ত্রাসী হামলা চালায়। সোমবার সকালে বাবার কাছে দোয়া চাওয়ায় তিনি বিষয়টি জানতে পারেন।
পরে পরিবারের লোকজন উনাকে হামলার বিষয়টি জানালে কান্নাকাটি শুরু করেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে মারা যান। খুব অসুস্থতা নিয়ে বাবার জানাজায় এসেছি, আবার হাসপাতালে ফিরে যাব।’
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘হামলার বিষয়টি আমি লোক মুখে শুনেছি, তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com