নেকবর হোসেন।।
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বেলতলী নামকস্থানে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ কর্তৃক বুধবার (১৭ মে) ভোররাতে একটি চোরাই গরু ও পিকআপসহ মো. নজরুল ইসলাম নামক এক গরু চোরকে গ্রেফতার করেছেন।
এসময় চোরাইকাজে ব্যবহৃত একটি পিকআপ আটক করা হয়েছে। এব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, বুধবার ভোর চারটার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. চান মিয়া সঙ্গীয়ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বেলতলী নামকস্থানে একটি চোরাই গরু ও পিকআপসহ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের মৃত আবদুল আওয়ালের পুত্র মো. নজরুল ইসলাম (৪৮) আটক করেছেন।
এব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com