স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাকুরা সিএনজি পাম্পের পশ্চিম ও দক্ষিণ পাশে জমি থেকে কাজ করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন কৃষক তাজুল ইসলাম ।
২৪ ডিসেম্বর মঙ্গলবার মাগরিবের নামাজের আজানের পর ময়নামতি ইউনিয়ন নারায়নসার ভুতারা বাড়ি মৃত আব্দুর রশিদের ছেলে কৃষক তাজুল ইসলাম ফসলের জমিতে কাজ করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হন । প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ময়নামতি ইউনিয়ন নারায়নসার গ্রামের একটি দেওয়ানি ১৫৭/২০ মামলায় সাক্ষী দিয়েছিলেন তাজুল ইসলাম। সেই সাক্ষী দেওয়ার ঘটনার কারনে এই হামলার ঘটনা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান, তিনি সহজ সরল প্রকৃতির লোক। তিনি কৃষি কাজ করে সংসার চালান ।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com