স্টাফ রিপোর্টার।।
জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর ১নং ওয়ার্ডে উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর বিঞ্চপুর এলাকায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি বলেন,"এই দেশে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই।" তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে, যা সৎ, দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবে। পাশাপাশি তিনি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ,জামায়াত নেতা আমান উল্লাহ প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com