স্টাফ রিপোর্টার।।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম। শুক্রবার বিকালে কুমিল্লায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জাবের হোসাইন, মোহাম্মদ আজিম ও রাজিবুল ইসলাম। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কায়কোবাদ বলেন, “এসএসসি পরীক্ষা দিয়েই শিক্ষাজীবন শেষ নয়। উচ্চশিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এজন্য সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।”
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।