আলমগীর হোসেন।।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে অ্যাক্রোবেটিক শো পরিবেশন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীগণ নানান কসরত দেখান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উপভোগ করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ শামীম আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহধর্মিনী মাছুমা খাতুন সফটি, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, অজিত গুহ কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম মজুমদার ফটিক সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।