জহিরুল হক বাবু।।
ঝড়ো বাতাসে কুমিল্লা বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।
বৃহস্পতিবার মধ্যরাতে ঝড় বাতাসে এই বৈদ্যুতিক খুঁটি উপরে পড়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ সমিতি ১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আহসান উল্লাহ জানান, পুরো সংযোগ মেরামত করতে শুক্রবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। ঝড় বাতাসে এসব খুঁটি উপড়ে পড়েছে।
ডিজিএম আহসান উল্লাহ আরো জানান, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৪০-৫ সাইজের এসপিসি তিনটি খুঁটি ভেঙ্গে পড়ে রাস্তা বন্ধ হয়েছিল। সকালে সেগুলোকে সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। সেখানকার একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সকালেই ঠিকাদারকে খবর দিয়েছি তারা এসে পুরো লাইন মেরামত করবে। এখনো ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ক্ষতিগুলো ভেঙে পড়ায় বড়রা উপজেলার অধিকাংশ এলাকা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এছাড়া উপজেলার সুষুন্ডা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছ পড়ে খুঁটি ভেঙে পড়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার জানান, বরুড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com