লালমাই প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় বাগমারা সৈয়দপুরস্থ রেললাইন থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত যুবকটির মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
বাগমারা বাজারের বাসিন্দা কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় অজ্ঞাত যুবকটি বাগমারা রেল ব্রিজের উত্তর মাথায় চট্টগ্রাম অভিমুখী চট্টলা ট্রেনে কাটা পড়ে। যুবকের একটি ‘পা’ ব্রিজের উত্তর মাথায় পড়ে থাকলেও দেহটি ব্রিজের দক্ষিণ মাথায় গিয়ে পড়ে। পরনে কালো রংয়ের একটি প্যান্ট।
লাকসাম জিআরপি থানার ওসি মাসুদ আলম বলেন, চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেসের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে। রাত ৮টায় আমরা হাত-পা থেকে শরীর বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য সিআইডিতে প্রেরণ করেছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com