নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় ঠিকাদারের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন চান্দিনা পৌর এলাকার বেলাশ্বর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মো. ওয়ালী উল্লাহ, মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলাউদ্দিন এবং রমিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ ঊল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার বনানীস্থ ঠিকাদারি প্রতিষ্ঠান 'আলীসা এন্টারপ্রাইজ'-এর ম্যানেজার মো. রেজাউল করিম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল টেন্ডারের মাধ্যমে ক্রয় করেন।
রবিবার দুপুরে মালামাল নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিলে মো. ওয়ালী উল্লাহ তাকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ক্যাম্পে জানানো হলে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে।