নেকবর হোসেন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন সন্তানের জননী মনোয়ারা বেগম (৪৫) নামেএক নারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মনোয়ারা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার মরহুম সুন্দর আলী চেয়ারম্যান বাড়ির কমল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত শনিবার জ্বর ও বাতের ব্যথাজনিত সমস্যা নিয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এর পর তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়।
পরে রোববার দুপুরে সে মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com