জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সময় মাদক বহনকারী একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো কামরান হোসেন
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং থানার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া দক্ষিণ পশ্চিম পাড়া নুর মসজিদের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করা কালীন সময়ে একটি টয়োটা মাইক্রোবাসকে গতিরোধ করতে সংকেত দেয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে গাড়ী চালকসহ গাড়ীতে থাকা আরো দুইজন ব্যক্তি গাড়ী থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় মেম্বার ও উপস্থিত লোকজনের সামনে গাড়ীটি তল্লাশী করে গাড়ীর পেছনে থাকা ৭টি চটের বস্তায় ১৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এইসময় মাদক বহনকারী একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।
এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো কামরান হোসেন বলেন, এই ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com