জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারী আটকে করেছে ৬০ বিজিবি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি নামক স্থান থেকে ৪৮ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি।
এ সময় মোঃ জসিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে বিজিবি। আটককৃত জসিম কুমিল্লা আদর্শ সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে।
বিজিবি জানায়, জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা।
আটককৃত মাদকসহ আসামীকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com