মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা বরুড়া উপজেলার সোনাইমুড়ীতে পপি আক্তার (১৭) নামে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে শ্বাসরোধে হত্যা করা হয়। গত ১৩ ডিসেম্বরের এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
গ্রেফতার আসামীরা হলেন উপজেলার মহিষমারা এলাকার ফারুক হোসেন শামীম (২৭)ও একই এলাকার কাশেম হোসেন (৪৪)। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান জানান, ঘটনার দিন দুপুরে স্কুল থেকে বাড়িতে এসে ছাগল চড়াতে যান পপি। এ সময় গ্রেফতার আসামী ফারুক হোসেন শামীম পপিকে কুপ্রস্তাব দেয়। এতে পপি রাজি না হলে অপর আসামী কাশেম হোসেনের সহয়তায় পপিকে মাটি ফেলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় পপি চিৎকার করলে পাশে থাকা একটি বাঁশের টুকরো দিয়ে পপিকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ খালে ফেলে চলে যায়।
এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। পরে স্থানীয় সূত্র ও তথ্য প্রযুক্তির সহয়তায় দুজনকে গ্রেফতার করে।