স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০ কসাই। কুরবানির পশু কাটতে গিয়ে তারা আহত হয়েছেন। তবে তারা পেশাদার কসাই নয়। আহতরা সবাই ‘একদিনের কসাই’।
শনিবার কুমিল্লা সদর হাসপাতালে ২০ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন একদিনের কসাই চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসকরা জানায়, শখের বশে কুরবানির গরু ছাগল কাটতে গিয়ে নগরীতে আহত ৫০ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। এদিন কয়েকজন পেশাদার কসাইও আহত হয়েছেন। কুরবানির মাংস কাটাকাটিতে অনভিজ্ঞ হওয়ায় তাদের হাত-পা কেটেছে। এরমধ্যে গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নগরীর টমছমব্রিজ এলাকার একদিনের কসাই ফয়সাল আহমেদ বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাত এবং পা কেটেছে। হাতে তিনটি সেলাই লাগছে। সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি।
মোগলটুলী এলাকার ইব্রাহিম হোসেন বলেন, হাড্ডি কোপাতে গিয়ে আমার পায়ে টাশকালের আঘাত লেগেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। শখের বশে মাংস কাটতে গিয়ে পায়ে বড় ধরনের আঘাত পেয়েছি। পায়ে ৮টি সেলাই লাগছে।
কুমিল্লা সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জোবায়ের বলেন, আহতরা বেশিরভাগই একদিনের কসাই। অর্থাৎ তারা অভিজ্ঞ কসাই না। কুরবানির মাংস কাটতে গিয়ে হাত পায়ে আঘাত পেয়েছেন। আমরা ২০ জনকে চিকিৎসা দিয়েছি। প্রায় ৩০ জনকে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া দুয়েকজন পেশাদার কসাইও প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com