নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসতে থাকা মৃতদেহ দেখে তা তুলে আনেন।
নিহত শিশু দুজন হলো— গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের পুত্র জিহাদ হোসেন (৭) এবং মোহাম্মদ আলীর পুত্র শাব্বির হোসেন মহিন (১০)। তারা গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা মনে করেছিলেন, শিশুরা আশেপাশে খেলাধুলা করছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের না ফেরায় আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোনো সন্ধান না পেয়ে রাত কাটাতে হয় উদ্বেগের মধ্যে।
আজ ভোরে এক স্থানীয় ব্যক্তি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে সবার কাছে খবর দেন। পরে উদ্ধারকারীরা পুকুর থেকে দুজনের মৃতদেহ তুলে আনেন।
থানা সূত্রে জানা গেছে, লাকসাম থানার এসআই হারুন অর রশিদ ও এসআই শাহরিয়ার ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন জানালে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
এদিকে, একদিন আগে নিখোঁজ হওয়ার পর ডোবা থেকে মরদেহ উদ্ধার হলেও তাদের শরীর ফোলা না থাকায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এ ঘটনার খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা দুই শিশুর অকাল মৃত্যুতে শোকাহত।
এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, শিশু দুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়। তবে অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com