মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. জিহান নামের চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের জয়পুরবাঘাইকান্দি গ্রামের উত্তর পাড়ার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে মেঘনা থানার পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত শিশুটি ওই গ্রামের প্রবাসী লিটন মিয়ার ছেলে।
মেঘনা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ১২টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে মো. জিহান খেলতে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। জিহানের পরিবারের সদস্যরা প্রতিবেশীদের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করেন। জিহানের খোঁজ না পেয়ে তাঁর মা কমলা বেগম রোববার রাতে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় করার পর এলাকার কয়েকজন নারী জিহানদের বাড়ির পাশের ডোবার কাছে দেখেন, কয়েকটি শিয়াল একটি শিশুর লাশ কামড়ে ডোবা থেকে ওপরে ওঠানোর চেষ্টা করছে। লোকজন দেখে শিয়ালগুলো দৌড়ে পালিয়ে যায়। লাশটি শিশু জিহানের বলে শনাক্ত করেন তাঁরা। ঘটনাটি স্থানীয় লোকজন মেঘনা থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে।
মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোস্তফা মো. রেজা বলেন, নিহত চার বছরের শিশু মো. জিহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মো. জিহান পানিতে ডুবে মারা গেছে। লাশের পা, বুক, হাতের অংশ শিয়াল খেয়ে ফেলেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় আজ দুপুরে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com