স্টাফ রিপোর্টার।।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। পুলিশ বলছে, একাধিক মামলা থাকায় মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, এলএলবি পরীক্ষা দিতে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখায় মাসুম আসলে এই ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তাঁকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুর রহমানকে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। দ্রুত তাঁকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তিনি একাধিক মামলার আসামি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com