স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে ইসরাফিল(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ইসরাফিল(৩) ওই গ্রামের মজি হাজী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ঘরের পাশের পুকুরে জাকারিয়া (৭)জিহান (০৫) আর ইসরাফিল (৩) সবার অগোচরে গোসল করতে যায়। পুকুর থেকে দু্ইজন ফিরে এলেও ইসরাফিল ফিরে আসতে পারেনি। তার মা আয়শা আক্তার পুকুরে চাল ধু্ইতে গিয়ে তার লাশ ভাসতে দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন পুকুরে ডুবে শিশুর মৃতুর সংবাদ পেয়েছি। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় আমরা কোনো ব্যাবস্থা গ্রহণ করিনি, স্বাভাবিকভাবেই লাশ দাফন করা হয়েছে।