স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, সামিউল (৪) শালধর এলাকার মফিজ মিয়ার ছেলে এবং ওমর (৫) মজিদ মিয়ার ছেলে। মারা যাওয়া দুই শিশু সর্ম্পকে আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, সামিউল ও ওমরের কাছাকাছি বয়স হওয়ায় তারা এক সাথে খেলাধুলা করত। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে পুকুরপাড়ে দুইজনে খেলাধুলা করছিল। এরই মধ্যে কোনো এক সময় দুইজনেই পানিতে তলিয়ে যায়।
এদিকে দীর্ঘসময় দুইজনকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন পুকুরে শিশু দুটির মরদেহ পায়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বিকেলে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com