চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনায় বাড়ির পাশের একটি পুকুর থেকে রাজ মিস্ত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক পাড়া থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজ মিস্ত্রীর নাম মো. আরিফ (৩২)। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালিপুর গ্রামের বাসীন্দা বলে জানা গেছে।
চান্দিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মো. জহির উদ্দিন জানান, নিহত মো. আরিফ করতলা গ্রামের ছাড়াগাঁও নামক এলাকায় একটি বাড়িতে তার স্ত্রী পরিচয়ে একজন মহিলাসহ দেড়-দুই বছর ধরে ভাড়া থাকতেন। পেশায় তিনি রাজমিস্ত্রীন কাজ করতেন বলে স্থানীয়দের ভাষ্য। গত ২-৩ দিন ধরে তার ভাড়া ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় স্থানীয়রা চান্দিনা থানা পুলিশে খবর দেয়।
পরে স্থানীয়রা ওই বাড়ির পুকুরে একটি বস্তা ভেসে থাকতে দেখে। পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে বস্তা বন্দী অবস্থায় রাজ মিস্ত্রী আরিফ এর লাশ উদ্ধার করে। লাশের মাথায় আঘাতের দাগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ স্ত্রী পরিচয়ে একজন মহিলাকে নিয়ে মাইজখার ইউনিয়নের মহিলা মেম্বার ফাতেমা’র বাড়িতে ভাড়া থাকতো। গত ২-৩ দিন যাবত তার স্ত্রীকেও এলাকায় দেখা যায়নি। স্ত্রী পালিয়ে গেছেন বলে এলাকাবাসীর ধারনা। এই দম্পতির কোন সন্তান ছিল না বলে জানিয়েছেন এলাকাবাসী।
এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার করার কাজ চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com