নিউজ ডেস্ক।।
কুমিল্লা নগরীর পূবালী চত্বরে পুলিশের অনুমতি ছাড়াই কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে মহানগর জামায়াত। আজ শুক্রবার সকালে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে দলটি।
কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আজ শুক্রবার বেলা ২টায় সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়ে গত সোমবার কুমিল্লা পুলিশ সুপার বরাবর আবেদন করেছিল মহানগর জামায়াত। তবে পুলিশ প্রশাসন তাদের অনুমতি দেয়নি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউল ইসলাম টাউন হল মাঠে জামায়াতকে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আজ শুক্রবার সকালে মহানগর জামায়াত নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মনোহরপুর এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ মিছিলটি শেষ হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তি, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য এয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ হোসাইন, কাজী নজীর আহম্মেদ প্রমুখ।
কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মোশারফ হোসাইন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করতে অনুমতি চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তারপরও আমরা শান্তিপূর্ণভাবে সকালে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেছি।’
সূত্র- আজকের পত্রিকা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com