স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।
পুলিশ কর্মকর্তা আশফাকুজ্জামান জানান, গেলো ফেব্রুয়ারী মাসে কুমিল্লা জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে ২২০ মামলায় ২৭৭ জন আসামীকে গ্রেফতার করে। এসব অভিযানে ১ হাজার ৪৯২ কেজী গাঁজা, ১৪২৩ বোতল ফেন্সিডিল , ১৫ হাজার ২১৪ পিস ইয়াবা, ৬৮ বোতল বিয়ার , ৭ বোতল হইস্কি, ও স্কাফ সিরাপ ৩২৪ বোতল ও ১৯২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, প্রতিটি থানায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরাও কাজ করছেন। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান একেবারেই স্পষ্ট।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com