কাজী খোরশেদ আলম।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ধারেশ্বর গ্রামের আবদুল করিম মিয়ার ছেলে সৌদি প্রবাসী বিল্লাল হোসেন ভূঁইয়া ও রিয়াজ হোসেন ভূঁইয়ার বাড়িতে গতকাল রাতে একলদ মুখোশধারী ডাকাত বাড়ীর গেইটের তালা ভেঙ্গে দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে স্বর্ণালংকার,নগদ টাকা এবং সৌদি রিয়ালসহ প্রায় ১০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভোক্তভোগী বিল্লাল হোসেন ভূইয়া জানান, আমার বড় ভাই বিয়াজ হোসেন ভূইয়া গত অক্টোবর মাসে এবং আমি গত নভেম্বর মাসের ২০ তারিখ সৌদি আরব থেকে দেশে আসি।
দেশে আসার সময় আমরা স্ত্রী, মা ও বোনদের জন্য স্বর্ণালংকার নিয়ে আসি। গতকাল রাত অনুমান ২টার সময় ১০/১২ জন মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীর মূল গেইটের তালা ভেঙ্গে এবং ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে সকলকে অস্ত্রের জিম্মি করে ৩টি আলমারী, ২টি ওয়াটড্রপ ও ডেসিং টেবিলের তালা ভেঙ্গে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬৫ হাজার এবং ১৫ হাজার সৌদি রিয়ালসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিকালে আমরা থানায় গিয়ে মামলা দায়ের করবো।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, সকাল ১০ টায় ডাকাতির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আমি নিজেও এখন ঘটনাস্থলে যাচ্ছি। এই পর্যন্ত কোন অভিযোগ পাই নাই।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com