জহিরুল হক বাবু।।
কুমিল্লায় একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গিয়ে গাড়িতে থাকা ৩ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে।
এই সময় মাইক্রোবাসে থাকা আরো ৩জন যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম।
নিহতরা হলেন সাখাওয়াত হোসেন, মোঃ আবু তাহের, মোহাম্মদ মোজাম্মেল হোসেন।
জানা যায়, টাচ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলিত মাসের ২০ তারিখে কক্সবাজারে তাদের অফিসের সম্মেলন রয়েছে, এর পূর্ব মুহূর্তে তারা হোটেল বুকিং করার জন্য যাচ্ছিলেন কক্সবাজার।
প্রাইভেটকারটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় পৌছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা ৩ জন যাত্রী মারা যায়।
এতে প্রাইভেটকারে থাকা আরো ৩ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং নিহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।