
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চাঁন্দিশকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজালাল ওই গ্রামের মফিজ মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন শাহজালাল। মসজিদে যাওয়ার সময় বাড়ি সংলগ্ন চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে হঠাৎ একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহজালালের মৃত্যু হয়।
এ সময় আশপাশের মুসল্লিরা তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই শাহাদাত হোসেন জানান, প্রবাস জীবনে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য কিছুদিন আগে দেশে আসেন শাহজালাল। সোমবার ভোরে ফজরের নামাজের জন্য বের হয়ে মসজিদে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com