স্টাফ রিপোর্টার।।
জেলার বুড়িচং ও চৌদ্দগ্রামে বন্যার্ত ১৯১০ জনের মধ্যে খাদ্য পৌছে দিয়েছেন বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
২৪ ও ২৫ আগস্ট বুড়িচংয়ের সোনার বাংলা কলেজের শেল্টারে আশ্রয় নেওয়া ৪৫০ জন, ভরাসার উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৪৮০ জন এবং ইছাপুরা, কোশাইয়ামে বাড়ী, মসজিদে আটকা পড়া ৩৫০ জন এবং কুমিল্লা রেল স্টেশনে আশ্রয় নেওয়া ৮০ জন, চৌদ্দগ্রামের ফেলনা উচ্চ বিদ্যালয়ে ৩০০ জন এবং চান্দিশকরায় বাড়ীতে আটকে পড়া ২৫০ পরিবারের মধ্যে খাবার বিতরণ করে প্রতিষ্ঠানটি।

বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ এবং ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, চৌদ্দগ্রামের সমাজ সেবক সাইফুল ইসলাম মিশু এবং ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহ এলাকার সেচ্ছা সেবকগন উক্ত কাজে সহযোগীতা করেন।
মিজানুর রহমান এবং নুর হোসেনর নেতৃত্বে সংগঠনের তরুন একটি দল সুশৃঙ্গলভাবে এ কাজ সম্পাদন করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com