আলমগীর হোসেন।।
দ্রব্যমূলের মান নির্ধারণ ও অধিক ওজন পর্যবেক্ষণে কুমিল্লায় বৈষম বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছেন বিএসটিআই কুমিল্লা অফিস।
মঙ্গলবার সকালে কুমিল্লার রানির বাজারে এই মনিটরিং করা হয়। এ সময়ে ফল- ফলাদি, কাচা সবজি ও মাছ- মাংসের দোকানে ফরমালিন পরীক্ষা এবং ওজন পরিমাপক যন্ত্র ঠিক আছে কি না সেটিই খতিয়ে দেখা হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লার অন্যতম সমন্বয় রাশেদুল হাসান জানান, অনেকেই ফরমালিন পরীক্ষা কিংবা ওজনের কারচুপি নিয়ে হাতে-কলমে কিছুই জানেন না। তাই বি এস টি আই এর পক্ষ থেকে শিক্ষার্থীদের কে সেসব জানিয়ে দেয়া হচ্ছে। যেন তারা বাজার মনিটরিং এর সময় ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে পারে।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের প্রধান কেএম হান্নান জানান, শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। তাদের এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজারগুলোর ওজন মাপার সকল যন্ত্র পর্যবেক্ষণ করবো এবং দোকানিদের প্রতি আহ্বান থাকবে তারা যেন পণ্যের মোড়কে বা বস্তায় সঠিক ওজন ও মূল্য লিখে রাখে।
যদি কোথাও কোন অনিয়ম পাওয়া যায় আইনী ব্যবস্থা নো হবে। আশা করি শিক্ষার্থীরা সচেতন হলে বাজার পরিবর্তন হয়ে যাবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com