জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলায় কটকবাজার সীমান্তে বিজিবির ১০ ব্যাটালিয়ন ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক করেছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ এপ্রিল) ভোরে কুমিল্লার সদর উপজেলার আওতাধীন বিবির বাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোস্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় চাঁনপুর থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ২,৯৮,২০০ পিস আতশবাজি উদ্ধার করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ৫৯ লক্ষ টাকা। আইনগত নিয়ম মেনে এ মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com