বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলা বরুড়া উপজেলা পয়ালগাছা সাব-জোনাল অফিসের ভাউকসার অভিযোগ কেন্দ্রের লাইনম্যান বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত লাইনম্যানের নাম কামরুল হাসান (২৪)।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় কচুয়া উপজেলা রহিমানগর বাজার সংলগ্ন নুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয় হসপিটালে নেওয়া হয়। চান্দিনা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকাল ৪টায় কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি- ১ এর সদর দপ্তর চান্দিনা অফিস মাঠে জানাজা দেওয়া হয়। তারপর তাকে নিজ জেলা ময়মনসিংহ পাঠানো হয়। কামরুল হাসানের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। নিহত কামরুল হাসানের পিতা রফিকুল ইসলাম।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা পয়ালগাছা জোনাল অফিসের এজিএম জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। এ সময় গাছের ওপরে পড়ে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com