নেকবর হোসেন।।
কুমিল্লায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে আজ এক মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তাারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।
এসময় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সাবিজা ইয়াসমিন, ইউনিসেফের ডা. ব্যার্ণাজী, সুলতানাসহ অন্যরা।
সভায় বক্তরা বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৭টি উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
আগামীকাল থেকে ৫ম থেকে ৯ম শ্রেনীতে অধ্যায়নরত স্কুলগামী ৩ লাখ ৬৯ হাজার ৩৪০জন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ৩২৭জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে।
জেলার মোট পাঁচ হাজার ২১৯টি শিক্ষা প্রতিষ্ঠান, চার হাজার ৭০৪টি ইপিআই অস্থায়ী টিকা কেন্দ্র ও ১৯টি স্থায়ী ইপিআই কেন্দ্রে এ টিকা দেওয়া হবে। এ টিকা পেতে সবাইকে নিবন্ধন করতে হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com