আলমগীর কবির।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আরন্যাপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে মো. ফেরদৌস আলম (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১২টা ৩০ মিনিটে সেনাবাহিনীর আদর্শ সদর আর্মি ক্যাম্প (২৩ বীর) অভিযানে নামে। অভিযানে ফেরদৌস আলমের কাছ থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ১০টি দেশীয় অস্ত্র, হ্যান্ড বোমা তৈরির ১২টি সরঞ্জাম, নগদ ১৬০ টাকা বাংলাদেশি মুদ্রা, ১,০০০ টাকা ভারতীয় রুপি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়া অনুযায়ী চিকিৎসা পরীক্ষা, ছবি ও ভিডিও ডকুমেন্টেশন সম্পন্ন করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ অভিযান এলাকার নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অঙ্গীকারেরই অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com