আলমগীর হোসেন।।
বুধবার (২৭ মার্চ) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লার আয়োজনে বিশ্ব নাট্য দিবস- ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা মিলনায়তনে "শিল্পই শান্তি" এই প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা ও নাট্য সংলাপ অনুষ্ঠিত হয়।
যাত্রীক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাকালিন সদস্য গিয়াসউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
এছাড়াও বক্তব্য রাখেন প্রতিবিম্ব থিয়েটারে সভাপতি শাহাজাহান চৌধুরী, সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, সরকারি কলেজ থিয়েটারে সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
নাট্যকর্মী ফারহানা আহমেদ এর সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন কুমিল্লার সকল শ্রেণীর সাংস্কৃতিক ব্যক্তি ও নাট্য কর্মীরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com