কুমিল্লা নিউজ ডেস্ক।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য অনলাইন পত্রিকা খোশবাস বার্তা'র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষ্যে বরুড়ার ৩০ জন মুক্তিযোদ্ধা কে সম্মাননা, দুস্থ ৫ নারীকে সেলাই মেশিন বিতরণ সহ একজন অসুস্থ ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।এবং বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
রবিবার (১৯ মার্চ) বেলা ১১ টায় কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের মিলনায়তনে এই বর্ণাঢ্য আয়োজন সমপন্ন হয়।
কবি ও ছড়াকার বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আনিস, কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসীন, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সায়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবীর মাসউদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কাজী আপন তিবরানী, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া চেয়ারম্যান, খোশবাস বার্তা'র সম্পাদক মো. ইউনুছ খান প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com