নিউজ ডেস্ক।।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন গোলাম সারোয়ার মজুমদার নামে এক প্রার্থী। হামলার ১২সেকেন্ডের ১টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সংলগ্ন এলাকায় এ হামলার ঘটে।
গোলাম সারোয়ার জেলার মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সরশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি জানান, বেলা ১১টার দিকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনতে জেলা নির্বাচন কার্যালয়ে যান।
সেখান থেকে মনোনয়ন ফরম কিনে নিয়ে ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কার্যালয় সংলগ্ন রাস্তায় ৪/৫জনের একটি সন্ত্রাসী দল হামলা করে। এসময় হামলাকারীদের মুখে মাস্ক পরা ছিল।
হামলাকারীরা এ সময় তার নিকট জানতে চান, কার অনুমতি নিয়ে মনোনয়ন কিনেছো বলেই মারধর শুরু করেন। তারা কামাল ও মহব্বতের নিকট অনুমতি নিয়েছে কিনা বলে গালমন্দ করে। এ ঘটনায় তিনি জেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।
হামলার বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুনীর হোসেন খান বলেন, হামলার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।
কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com