নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দিতে ফেরি করে পরোটা বিক্রেতা শাহাদাতের (৩৬) মৃতদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।
গ্রেফতারকৃত রনি মিয়া(২২) চাদপুর জেলার মতলব উত্তর থানার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামের আলমাস মিয়ার ছেলে শাহাদাৎ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ভিকতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর একটি কক্ষে ভাড়া থেকে ফেরি করে পরোটা বিক্রী করতো। সহকারী হিসেবে একই উপজেলার রনি মিয়া তার সাথেই থাকতো। বুধবার (২৫ ডিসেম্বর) ওই ঘরের কক্ষ থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে তার কর্মচারী রনি পলাতক ছিল।
তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হেলাল উদ্দিন গ্রেফতারকৃত রনি মিয়ার বরাত দিয়ে জানান, শাহাদাৎ এবং রনি মিয়া একসাথেই পরোটা তৈরী করে বিক্রী করতো এবং একাসাথে একই কক্ষে থাকতো। ২৩ ডিসেম্বর রাতে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শাহাদাত রনিকে থাপ্পর দিলে রনি হাতে কাছে থাকা ইট দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ মারা যায়। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ৬ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন পূর্বক ঘটনার সাথে জড়িত মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে আসামি।এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com