স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় মহাসড়কে চাঁদাবাজি কালে একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুরে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার থেকে নগদ টাকা সহ ওই চাঁদাবাজকে আটক করা হয় ।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, কংশনগর বাজারের মহাসড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন পরিবহনের গতিরোধ করে চালকদের ভয় ভীতি দেখিয়ে কয়েকজন চাঁদাবাজি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় হাইওয়ে পুলিশের সদস্যরা। অবৈধভাবে চাঁদা আদায় করার সময় নগদ টাকাসহ এক চাঁদাবাজকে আটক করা হয়।
আটককৃত শাহজাহান জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ এলাকার জালাল মিয়ার ছেলে। এঘটনায় ময়নামতি হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে বুড়িচং থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com