জহিরুল হক বাবু।।
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগম ফাতেমা (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
ফ্ল্যাটটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টা ৮ মিনিটে মাথায় টুপি ও পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি বাসায় প্রবেশ করেন। বেলা ১১টা ২২ মিনিটে তাকে একবার বের হতে দেখা গেলেও মাত্র ১২ মিনিট পর তিনি আবার ভেতরে ঢোকেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর বের হতে দেখা যায়নি। প্রতিবেশীরা ধারণা করছেন, ওই ব্যক্তি পরিবারের পরিচিত কেউ হতে পারেন।
নিহতের বড় ছেলে ঢাকায় আইনজীবী হিসেবে কর্মরত। রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে তিনি দরজা খোলা পান। ভেতরে ঢুকে খাটে মা ও বোনকে নিথর অবস্থায় দেখতে পান। কোনো সাড়া না পেয়ে ছোট ভাইকে ডেকে আনেন। পরে দুজন মিলে কাছে গিয়ে নিশ্চিত হন, তারা আর বেঁচে নেই।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজসহ সব আলামত সংগ্রহ করা হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের পর জানা যাবে।”